ঝালকাঠিতে লাশকাটা ঘরের মালামাল চুরি! ঝালকাঠিতে লাশকাটা ঘরের মালামাল চুরি! - ajkerparibartan.com
ঝালকাঠিতে লাশকাটা ঘরের মালামাল চুরি!

3:18 pm , September 12, 2020

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে লাশকাটা ঘরের যন্ত্রপাতি ও মালামাল চুরি ঘটনা ঘটেছে। সন্ধ্যা বা নির্জন সময় যেখানে লোক চলাচল করতে ভয়। লাশকাটা ঘর শুনলেই মানুষের শরীর ছমছম করে ওঠে। ভয়ে সাধারণ মানুষ তার আশপাশেও যায় না। সেখানে ঝালকাঠিতে সেই লাশকাটা ঘরে চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পৌরসভার ব্রাকমোড় এলাকায় অবস্থিত সদর হাসপালের লাশকাটা ঘরে সমস্ত মালামাল ও সরঞ্জামাদি অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গলে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে বিষয়টি ধরা পড়ে।লাশকাটা ঘরের দায়িত্বরত ডোম পলক এ প্রতিবেদককে জানায়, প্রায় দেড়মাস পরে আজ লাশকাটা ঘরে আসেন তিনি। সকালে হাসপাতালে একাটি মরদেহ ময়না তদন্তের জন্য আসলে সেটা লাশকাটা ঘরে আনা হয়। এসময় ভেতরে ঢুকতেই দেখা যায় দরজা ভাঙা। ময়না তদন্তের জন্য ব্যবহৃত ওয়েট মেশিন, ছুড়ি ও কুড়ালসহ সব সরঞ্জামই লাপাত্তা। এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুয়াল হাসান বলেন, লাশকাটা ঘরে চুরির ঘটনা সত্যিই বিস্ময়কর। যেখানে ভয়েও সাধারণ মানুষ ডুকতে চায় না, সেই লাশকাটা ঘরে চুরি হওয়ায় আমি হতবাক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
তবে এলাকার লোকজনের ধারনা নেশাগ্রস্থ লোকেরা এহেন জঘন্য কাজ করতে পারে। তারা আরো জানান, লাশ কাটা ঘরটি হাসপাতালের ভিতরে স্থানান্তর করা হলে ভালো হতো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT