নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার নৃত্যশিল্পী সোহাগ কারাগারে নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার নৃত্যশিল্পী সোহাগ কারাগারে - ajkerparibartan.com
নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার নৃত্যশিল্পী সোহাগ কারাগারে

3:15 pm , September 12, 2020

পরিবর্তন ডেস্ক ॥ দুবাইয়ে নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নৃত্যশিল্পীকে শনিবার ঢাকার আদালতে পাঠায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ড আবেদন করেননি তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই কামরুল ইসলাম। ইভানের পক্ষে আইনজীবী খান মাহমুদুল হাসান জামিন আবেদন করলেও মামলার নথিপত্র নকলখানায় থাকায় শুনানি নেওয়া সম্ভব হয়নি। সে কারণে মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা রোববার জামিন শুনানির দিন ঠিক করে ইভানকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা এসআই স্বপন মন্ডল জানিয়েছেন। সিআইডি এর আগে পাচারকারী চক্রের ‘হোতা’ আজম খানসহ ছয়জনকে গ্রেপ্তার করে। তার মধ্যে ৪ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। দুই আসামির জবানবন্দিতে ইভানের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডি জানায়। গত ২ জুলাই দুবাইয়ে নারী পাচারের অভিযোগে সিআইডি বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় আজম খানকে প্রধান আসামি করে মামলা করেন। সেই মামলায় ইভানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইভান ২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্রের নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি ‘সোহাগ ড্যান্স গ্রুপ’ নামে একটি নাচের দল পরিচালনা করেন। ‘এক্সপোজার বিডি’ নামে একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। উল্লেখ্য, বরিশালের কৃতি এই নৃত্যশিল্পীর এহেন ন্যক্কারজনক কর্মকান্ডের কারণে সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT