উজিরপুর থেকে প্রায় দুই হাজার ইয়াবা ও দুই লাখ টাকা উদ্ধার উজিরপুর থেকে প্রায় দুই হাজার ইয়াবা ও দুই লাখ টাকা উদ্ধার - ajkerparibartan.com
উজিরপুর থেকে প্রায় দুই হাজার ইয়াবা ও দুই লাখ টাকা উদ্ধার

2:45 pm , September 10, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুর থেকে প্রায় দুই হাজার ইয়াবা ও বিক্রির নগদ প্রায় দুই লাখ টাকা উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে এসব উদ্ধার করা হয়। র‌্যাব থেকে জানিয়েছে, উজিরপুর উপজেলার উত্তর সাতলা এলাকায় মহিউদ্দিন বিশ্বাস মহিমের ঘরে ইয়াবার বিপুল পরিমান ইয়াবা রয়েছে। নিজ ঘরে অবস্থান করে ইয়াবা ক্রয়-বিক্রয় করে। এই খবরে র‌্যাব-৮ এর একটি দল মহিমের ঘরে অভিযান করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মহিম পালিয়ে যায়। পরে র‌্যাবের দল ঘর তল্লাশী করে এক হাজার ৯৪০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ এক লাখ ৯০ হাজার ৯৩০ টাকা পাওয়া যায়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মহিমকে আসামী করে মামলা করেছে। মহিমের বিরুদ্ধে উজিরপুর থানায় মাদকের আরো দুইটি মামলা রয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব উল্লেখ করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT