2:43 pm , September 10, 2020
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, বুধবার রাতে উপজেলার বাকাল ওভার ব্রীজের নীচে ইয়াবাসহ এক জনকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক পয়সা গ্রামের মন্টু বাহাদুরের ছেলে মাসুম বিল্লাহ (২২) এর দেহ তল্লাশী করে ১পিচ ইয়াবা উদ্ধার করে মাসুম বিল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এঘটনায় এসআই সুশান্ত কুমার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-৫(১০.৯.২০)। গ্রেফতারকৃত মাসুমকে বৃহস্পতিবার আদারতে প্রেরণ করা হয়েছে।