3:21 pm , September 9, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবুর রহমান ও বরিশাল মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক আজীজুর রহমান শাহীনের মাতা আলহাজ¦ জহুরা খাতুন (৮০) আর নেই। (ইন্না লিল্লা–রাজিউন)। গতকাল বুধবার ভোর ৪ টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি । এর আগে মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত অসুস্থতা অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও তিন কন্যাসহ অংসংখ্য আত্মীয়-স¦জন ও গুনাগ্রাহী রেখে গেছেন। জহুরা খাতুনের মেজ ছেলে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ও ছোট ছেলে মোঃ জিয়াউর রহমান বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।
মৃত জহুরা খাতুনের সেজ ছেলে রুপাতলি বাস মালিক সমিতির সভাপতি ও বরিশাল মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক আজীজুর রহমান শাহীন দৈনিক আজকের পরিবর্তন কে জানান, তাঁর মা পেশায় একজন গৃহিনী ছিলেন। বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বেলা ১১ টার দিকে নগরীর বাংলাবাজার এলাকার নিজ বাসায় বসে শ^াসকস্ট বেড়ে গেলে শেবাচিম হাসপাতালে ভর্তি করি । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়।
তিনি আরো জানান, মঙ্গলবার জোহর নামাজ বাদ নগরীর নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, বিসিসি’র প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানসহ বিসিসি’র বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ,সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ নেন। জানাযার নামাজ শেষে মুসলিম গোরস্থানে স্বামীর কবরের কাছে দাফনকার্য সম্পন্ন করা হয়।