3:57 pm , September 7, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ স্ত্রীর জমানো নগদ অর্থসহ ব্যাংকের চেক বই নিয়ে আত্মগোপনে গেছে স্বামী। এ ঘটনায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছে। ঘটনাটি ঘটেছে এই নগরীতে। অভিযোগটি জমা পড়েছে কোতয়ালী মডেল থানায়। অভিযোগকারী ওই স্ত্রী হলো নগরীর পলাশপুর এলাকার ১৬ নং গলির বাসিন্দা মৃত বাচ্চু মৃধার কন্যা ঝুমুর বেগম। অভিযুক্ত স্বামী হলো- নগরীর কাজীপাড়া এলাকার রসুল খলিফার ছেলে মো. মিল্টন খলিফা। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, পাঁচ বছর পূর্বে তাদের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী ছেলে রয়েছে। বর্তমানে স্বামীসহ সন্তানকে নিয়ে নগরীর ভাড়া বাসায় বাস করেন। নারী চাকুরি করে আয় করা টাকা ডাচ বাংলা ব্যাংকে জমা করেন। এছাড়াও বাসার বিভিন্নস্থানে টাকা জমা রেখেছেন। গত ২৯ আগষ্ট দুপুরে স্বামী মিল্টন গোপনে বাসা থেকে নগদ ১৬ হাজার টাকা ও চেক বই নেয়ার পর তার ব্যবহৃত ০১৩১৯ ৪৮০৯২৩ মোবাইল নম্বর বন্ধ রেখেছে। স্ত্রীর ধারনা স্বামী মিল্টন চেক বই দিয়ে ব্যাংকে জমানো সাড়ে ৫ লাখ উত্তোলন করে আত্মগোপন করেছে। তাই ওই জিডি করেছেন স্ত্রী।