3:12 pm , September 7, 2020
ঝালকাঠি প্রতিবেদক ॥ মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে জেলা পুলিশের মাছের পোনা অবমুক্তকরন কর্মসুচী শুরু হয়েছে। গতকাল সোমবার ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের এবং পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসুচীর উদ্বোধন করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীন । “মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি” ও “নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে শুরু হওয়া কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা এবং অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।