3:08 pm , September 7, 2020
বিশেষ প্রতিবেদক ॥ শরতে ভাদ্রের তাপদহে পুড়ছে সমগ্র দক্ষিণাঞ্চল। তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রীর ওপরে উঠে গেছে ইতোমধ্যে। আবহাওয়া বিভাগের হিসেবে যা স্বাভাবিকের প্রায় ৪ ডিগ্রী বেশী। বৃষ্টিপাতের পরিমানও কম। চলতি মাসে বরিশাল অঞ্চলে স্বাভাবিক ৩১৬ মিলিমিটারের স্থলে আবহাওয়া বিভাগের দীর্ঘ মেয়াদী বুলেটিনে ২৮৫ থেকে সাড়ে ৩শ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলা হলেও সোমবার বিকেল পর্যন্ত প্রথম ৭ দিনে বরিশালে বৃষ্টি হয়েছে সর্বমোট ২.৬ মিলিমিটার। রবিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রী সেলসিয়াস। সোমবারে তা সামান্য নিচে নামলে স্বাভাবিকের অনেক ওপরে ছিল। এবারের বর্ষা মৌশুমে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমান কিছুটা কম ছিল। তবে গত মাসে ভাদ্রের বড় অমাবশ্যায় ভর করে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের কারনে বরিশাল অঞ্চলে স্বাভাবিক ৪৩৩ মিলিমিটারের স্থলে ৫১২ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা ছিল স্বাভাবিকের ১৮% বেশী। তবে আবহাওয়া বিভাগের মতে জুলাই মাসে সারা দেশে গড় বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিকের চেয়ে ১১.৩% বেশী হলেও বরিশাল অঞ্চলে তা ছিল ১৫.৬% কম। এমনকি জুন মাসেও সারা দেশে স্বাভাবিকের চেয়ে ২% বেশী বৃষ্টি হলেও বরিশাল অঞ্চলে ০.৬% কম বৃষ্টিপাতরেকর্ড করা হয়েছে। এমনকি এবার আমনের বীজতলা তৈরীর মুল সময়টিতেই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কারনে কৃষকদের যথেষ্ঠ বিড়ম্বনায় পড়তে হয়েছে। বৃষ্টির অভাবে আউশের উৎপাদন পর্যন্ত ব্যাহত হয়। সারা দেশে আউশের আবাদ ও উৎপাদনের ২০-২৫%-ই দক্ষিণাঞ্চলে হয়ে থাকে। কিন্তু বহু কষ্টের আউশ ধান যখন ঘরে তোলার সময়, ঠিক সে সময়েই ভাদ্রের অমাবশ্যায় ভর করে লুঘু চাপের প্রভাবে ফুসে ওঠা সাগরের জোয়ারের সাথে অতি বর্ষন আর উজানের ঢলের পানি নেমে এসে দক্ষিণাঞ্চলের উঠতি আউশ ধান সহ রোপা আমন ও আমন বীজতলা প্লবিত করে কৃষকদের সর্বশান্ত করে দিয়েছে। আবহাওয়া বিভাগের বুলেটিনে মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় রয়েছে বলে জানিয়ে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারী বর্ষনের পূর্বাভাস দেয়া হয়েছে। তবে সোমবার বিকেল সোয়া ৪টার পরে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের কোন কোন এলাকায় হালকা বৃষ্টিপাতে জনজীবন কিছুটা শিক্ত হয়েছে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর পাশাপাশি এসব এলাকায় দক্ষিণ/ দক্ষিন-পূর্বদিক থেকে ৪৫Ñ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। মঙ্গলবার সকালের পরবর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে সহ সারা দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তনের কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।