কুয়াকাটায় হোটেল থেকে তক্ষক উদ্ধার কুয়াকাটায় হোটেল থেকে তক্ষক উদ্ধার - ajkerparibartan.com
কুয়াকাটায় হোটেল থেকে তক্ষক উদ্ধার

3:31 pm , September 5, 2020

কুয়াকাটা প্রতিবেদক ॥ কুয়াকাটায় আবাসিক হোটেল পাঁচতারা থেকে তক্ষক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদে ভিত্তিতে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রয়ের পাচারকারী ঢাকার কেরানীগঞ্জ এলাকার মোঃ কবির হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তক্ষক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬জনকে আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত কবিরকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এর সাথে জড়িত থাকার সন্দেহে হোটেল মালিক হারুন হাওলাদারকে মহিপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, কুয়াকাটা পৌর শহরের আবাসিক হোটেলে পাঁচতারায় একটি চক্র বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় করে। এমন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই বেল্লাল, এসআই সাইদুলসহ একটি টিম পাঁচতারা হোটেলে অভিযান চালায়। অভিযানকালে ওই হোটেলের দ্বিতীয় তলায় বি-৬নং কক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা কবিরের হেফাজতে থাকা গোলাপী ব্যাগ থেকে ১৩.১ ইঞ্চি লম্বা এবং ১৪০ গ্রাম ওজনের একটি তক্ষক উদ্ধার করা হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের অচিরেই গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, হোটেল কর্তৃপক্ষ রেজিষ্ট্রারে এর সাথে জড়িতদের নাম যথাযথভাবে সংরক্ষণ না করায় এ চক্রের সাথে মালিক পক্ষের যোগসাজস থাকতে পারে বলে তিনি সন্দেহ করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT