3:26 pm , September 5, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রিফাত জাহান তাপসীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারকে ঘর দেয়ার কথা বলে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। টাকা না দিলে ভিটে বিক্রি করে ওই টাকা নেয়ার হুমকি দিচ্ছে তাপসী। এছাড়া তাপসীর বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসার নানা অভিযোগ। অভিযোগকারী উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মিলন হওলাদারের প্রতিবন্ধি ছেলে নজরুল ইসলাম হাওলাদার এবং অভিযুক্ত তাপসী একই গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান মনিরের স্ত্রী। শনিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল জানান, চলতি বছরের ৩১ জুলাই মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর দেয়ার জন্য তাকে ও তার মা ৭০ বছর বয়সী বৃদ্ধা মনোয়ারা বেগমকে ডেকে নেন তাপসী। ওই দিন তার সরকারি কোয়াটারে বসে নজরুল ও তার মায়ের একশ’টাকার দুটি সাদা ষ্ট্যাম্পে ২টি করে চারটি স্বাক্ষর নেন তাপসী। এরপর খোঁজ নিয়ে তারা জানতে পারেন মুক্তিযোদ্ধাদের ঘর পেতে কোন ষ্ট্যাম্পে স্বাক্ষর লাগে না। পরবর্তীতে ওই ষ্ট্যাম্প ফেরত চাইলে তাপসী তাদের কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে উজিরপুর উপজেলার কালির বাজারে থাকা তাদের জমি অন্যের কাছে বিক্রি করে চাঁদার টাকা নিবে বলে হুমকি দেন। পরে ষ্ট্যাম্প ফেরত চেয়ে মামলা দায়ের করলে বিচারক ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাপসীকে আদালতে হাজির হয়ে কারন দর্শানোর নির্দেশ দেন। ওই মামলায় তাপসী’র স্বামী মনিরুজ্জামান মনির হাওলাদারকে সাক্ষী রাখা হয়। নজরুল ইসলাম হাওলাদার আরো বলেন, উজিরপুরের কালির বাজার এলাকার জমি আত্মসাৎ করতেই তাপসী আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এমনকি ওই জমি বিক্রির জন্য রিয়াজ নামের এক ব্যক্তির সাথে তাদের কথাবার্তা হয়েছেছ। এ ব্যাপারে ওই এলাকার মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) মো. জাহাঙ্গির জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ওর বাবা একজন মুক্তিযোদ্ধ ছিলেন। তারা নিয়মিত ভাতাও পাচ্ছেন। আমরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। আমরাও এর ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত রিফাত জাহান তাপসীর মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। এদিকে তাপসীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড থেকে শুরু করে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আর তার অনৈতিক কর্মকান্ডে বাধা দিলে তাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। আর এ কাজে তাপসী তার ভাই মিলন হাওলাদার ও ছেলে জিদানের কাজে লাগায়। গত ১০ মে তাপসী তার ছেলেকে থানায় সোপর্দ করেন। তার অভিযোগ জিদান মাদকাসক্ত হয়ে পড়েছে। ওই দিন থানায় জিদান বলেছে তার মা-ই তাকে মাদকাসক্ত বানিয়েছে। এছাড়া তার ভাই মিলনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের যেন শেষ নেই। সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া মিলনের বিরুদ্ধে রয়েছে মেয়েদের প্রেমের ফাদে ফেলে তার সাথে অবৈধ সম্পর্কে বাধ্য করা। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর মিলন তার প্রেমিকাকে নিয়ে নগরীর নথুল্লাবাদ এলাকার একটি আবাসিক হোটেলে ওঠে। ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করতে বাধ্য করে। পরবর্তীতে মেয়েটিকে বিয়ে না করায় তার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন মেয়েটি।