3:24 pm , September 5, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর একমাত্র পুত্র সায়াম উর রহমান সায়াম এর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান সায়াম। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহামারি করোনা ভাইরাসের কারণে পারিবারিকভাবে বাদ আছর কোরআন খতন ও বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও বনানী কবরস্থান মসজিদে বাদ আছর মিলাদ, দোয়া ও তবারক বিতরণসহ মোহাম্মদপুর আদাবর, শের-ই বাংলা নগরসহ বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশালে আজ বাদ জোহর ভার্চুয়াল আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় স্ব-স্ব অবস্থান থেকে সায়ামের জন্য মরহুমের পিতা এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও মাতা এ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস সকলের কাছে দোয়া কামনা করেছেন।