2:34 pm , September 4, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজের স্টাফ আগরপুর রোডের মো. আয়নাল হক মিয়া (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে মারা যান। মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব আয়নাল হক মিয়ার নামাজে জানাযা অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, বাইতুল মোকাররম মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সম্পাদক সাগর উদ্দিন মন্টি, ব্যবসায়ি মো. সোহেল সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।