2:20 pm , September 4, 2020
গৌরনদী প্রতিবেদক ॥ বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রাম থেকে অবৈধ ড্রেজার জব্দ ও চালককে আটক করা হয়েছে। গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন জানান, বৃহস্পতিবার দুপুরে ভীমেরপাড় গ্রামের শিশির মন্ডলের বসতবাড়ির পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে মাহিলাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও থানা পুলিশ প্রেরণ করা হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে নুর আলম সরদার হালান (৩২) নামের একজনকে আটক করা হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়। এঘটনায় বৃহস্পতিবার রাতে মাহিলাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরদার মজিবুর রহমান বাদী হয়ে ঘটনার সাথে জড়িত মাহাবুব খান (৫০), মজিবর রহমান খান (৫২) ও নুর আলম সরদার হালান (৩২) নামের তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, সকালে আটককৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।