3:25 pm , September 3, 2020
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ভান্ডারিয়া উপজেলা মৎস দপ্তরের উদ্দ্যোগে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম নবীন। এসময় উপস্থিত ছিলেন মৎস দপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিসুর রহমান, ভান্ডারিয়া উপজেলা পরিষদের মাহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভান্ডারিয়া উপজেলা মৎস কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উপজেলার ৮৪ টি পুকুরে ৩৭১ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।