3:17 pm , September 3, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খাঁন (বিপিএম) বার বলেছেন, আমাদের কোন পুলিশ সদস্য দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয় তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে। মানবিক দৃষ্টি নিয়ে দূর্নীতি মুক্ত থেকে মানুষের দৌড়গোড়ায় বিট পুলিশিংয়ের মাধ্যমে সেবা পৌছে দেয়া হবে। আজকের এই বিট পুলিশ নগরীতে একটি মডেল হয়ে কাজ করবে। আমরা বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের পুলিশ। আমরা সেই বৃটিশ ও পাকিস্তানী পুলিশ সদস্য না। আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা একটি সেবাধর্মী প্রতিষ্ঠান রাষ্ট্র ও জনগনের নিরাপত্তার চাহিদা পুরন করে সমাজের মৌলিক শান্তির চাহিদা পুরন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ যেন সেবা জনগনের কাছাকাছি নিয়ে যেতে পাড়ে সেই লক্ষে বিট পুলিশিং কার্যক্রমের শুরু করেছি। বৃহস্পতিবার (৩ই) সেপ্টেম্বর সকাল ১১ টায় নগরীর কোতয়ালী মডেল থানাধীন নগরীর ২০নং ওয়ার্ড বিএম কলেজ বৈদ্যপাড়া ৩৫নং বিট পুলিশিং কার্যালয় উদ্ধোধনী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খাঁন একথা বলেন। বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোক্তার হোসেন পিপিএম (সেবা)’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও প্রফেসর (অবঃ) মোঃ হানিফ। এখানে নাগরিকদের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, সাবেক অধ্যক্ষ মোঃ বেল্লাল হোসেন, বিএম কলেজ সাবেক অধ্যক্ষ ইমান উল হাকিম, কাশিপুর খ্রিস্টানপাড়া সাধারন সম্পাদক রবিন বল্লব, প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার। বিএমপি কমিশনার আরো বলেন, আমরা বিট পুলিশিংকে ১শত ৯৭ বিটে ভাগ করেছি। প্রতিটি বিটে একজন করে সাব ইন্সেপেক্টর ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে এখন থেকে এলাকাগত সমস্যা নিয়ে আপনাদের থানায় যেতে হবে না। আজকের পর থেকে বিট পুলিশ সদস্যরা এলাকা ভিত্তিক অপরাধীদের চিহ্নিত করা সহ সকল ধরনের অপরাধ নির্মূল করার কাজ করে যাবে এক্ষেত্রে এলাকাবাসী নিজস্ব শান্তি বজায় রাখার জন্য বিট পুলিশকে সহায়তা করার জন্য তিনি সকল নাগরিকদের প্রতি আহবান জানান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোতয়ালী মডেল থানা ইনচার্জ নুরুল ইসলাম (পিপিএম) ও ৩৫নং বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত এস আই প্রলয় দাস। অনুষ্ঠান সঞ্চলনা করেন কোতয়ালী মডেল থানা সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সহকারী পুলিশ কমিশনার ও বিভিন্ন থানার ইনচার্জ অফিসার গণ।