আজ ভোলায় আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আজ ভোলায় আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
আজ ভোলায় আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

3:17 pm , September 3, 2020

ভোলা আফিস ॥ আজ একদিনের সফরে প্রথমবার ভোলায় আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। তিনি ভোলার বন্যা নিয়ন্ত্রন বাঁধ এবং নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন। আজ শুক্রবার সকাল ৯টায় ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে আসবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। এসময় তিনি পানি উন্নয়ন বোর্ড এর চলমান প্রকল্প এবং ধনিয়া,কাচিয়া ও শিবপুর এলাকার নদী ভাঙ্গন পরিদর্শন করবেন। পরে তিনি দৌলতখান,বোরহানউদ্দিন,তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশনের বেতুয়া যাবেন নৌ-পথে। যাবার পথে মন্ত্রী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও বন্যা নিয়ন্ত্রন বাঁধের পানি উন্নয়ন বোর্ড এর কাজ পরিদর্শন করবেন। পরে তিনি চরফ্যাশন থেকে হেলিকপ্টারে করে ঢাকা চলে যাবেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এই প্রথম বার ভোলায় আসছেন। তার আগমনকে ঘিরে ভোলায় বেশ উৎসাহ আর আশা নিয়ে বুক বেঁধেছেন ক্ষতিগ্রস্থ্য এলাকাবাসী। একই সাথে পানি উন্নয়ন বোর্ড এর অনিয়ম আর দুর্নীতির বিষয় খোজ-খবর নিবেন এমনটা আশা করছেন ক্ষতিগ্রস্থরা। পানি উন্নয়ন বোর্ড এর গাফেলতির কারনেই বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গেই ভোলায় পানি ঢুকেছে বলে দাবী এলাকাবাসীর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT