রহমতপুর ব্রিজের অ্যাপ্রোচ সড়কে অর্ধশত গর্ত ভরাট রহমতপুর ব্রিজের অ্যাপ্রোচ সড়কে অর্ধশত গর্ত ভরাট - ajkerparibartan.com
রহমতপুর ব্রিজের অ্যাপ্রোচ সড়কে অর্ধশত গর্ত ভরাট

3:17 pm , September 2, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের একটি ব্রিজের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছিল ঢাকা-বরিশাল মহাসড়কটি। মাত্র ৫ মাস পূর্বে ব্রিজটি উদ্বোধন করা হলেও ওই অ্যাপ্রোচ সড়কের দুই প্রান্তেÍর ৬শ’ মিটারে সৃষ্টি হয়েছে অর্ধশত গর্তের। যার কারণে নির্মাণ সামগ্রী বা নির্মাণ কাজ নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্নের। এ বিষয়ে ২৪ আগষ্ট দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় একটি সংবাদ প্রচারের পর গত দুই দিন সংস্কার করে সেই গর্ত পূরণ করা হয়েছে। জানা গেছে, চলতি বছরের ১২ মার্চ বরিশাল, খুলনা ও গোপালগঞ্জ জোনে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর জাইকার অর্থায়নে নির্মিত ২৫টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ২৫টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় বরিশাল বিভাগে ৯টি ও শুধু মাত্র বরিশাল জেলায় ৭টি ব্রিজ নির্মাণ করা হয়। এই ৯ ব্রিজের প্রকল্প ব্যায় হয় ১৩৩ কোটি টাকা। এর মধ্যে বরিশাল জেলার ব্রিজগুলো হচ্ছে গৌরনদীর সাউদের খাল সেতু, গয়নাঘাটা সেতু, আশোকাঠি সেতু, রহমতপুর সেতু, রায়েরহাট সেতু, বোয়ালিয়া বাজার সেতু ও বাকেরগঞ্জ সেতু। কিন্তু এই ব্রিজগুলোর মধ্যে রহমতপুর ব্রিজটির অবস্থা খুবই খারাপ। এই ব্রিজটি নির্মাণ করেছে বিএনকো নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এব্যাপারে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের প্রযেক্ট ম্যানেজার মো: জাকির হোসেন বলেন, বৃষ্টির কারণে রহমতপুর ব্রিজে ক্ষতিগ্রস্থ হয়েছে। কারণ বিটুমিনের শত্রু পানি। টানা বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঠিকাদারকে বলা হয়েছিল। পরে বৃষ্টি কমার পর সংস্কার করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT