ভলান্টিয়ার ফর বাংলাদেশের পরিচ্ছন্নতা অভিযান শুরু ভলান্টিয়ার ফর বাংলাদেশের পরিচ্ছন্নতা অভিযান শুরু - ajkerparibartan.com
ভলান্টিয়ার ফর বাংলাদেশের পরিচ্ছন্নতা অভিযান শুরু

3:09 pm , September 1, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনার এই উপদ্রবে যে আরো একটি আতংক আমাদের দরজায় কড়া নাড়ছে তা হয়তো আমরা বুঝতেও পারছি না। করোনার কারণে অনেকটা আড়াল হয়ে গেছে ডেঙ্গু মোকাবেলার কার্যক্রম। বর্ষার আগেই এবার দেখা দিয়েছে ডেঙ্গুর জোর প্রার্দুভাব। গেল বছর এসময়ে ডেঙ্গু আক্রান্ত যতো রোগী ছিলো, এবছর তা বেড়েছে প্রায় চারগুণ। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন বাড়ছে মশার লার্ভা। এদিকে করোনা ও ডেঙ্গু জ্বরের মধ্যে লক্ষণ বা উপসর্গগত কিছু মিল থাকার কারণে এ সময় সাধারণ একটু জ্বর হলেই মানুষ করোনার ভয়ে আতঙ্কিত হয়ে উঠছেন। ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মম-লীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। এখনই যদি মশক নিধনে কঠিন পদক্ষেপ নেয়া না হয় তাহলে সামনে ডেঙ্গুও নিতে পারে ভয়াল রূপ। তাই এ লক্ষ্যে ভিবিডি-বরিশাল জেলা একটি প্রজেক্ট করে। যেখানে বরিশালের ৩০ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক ও কেডিসি সংলগ্ন বস্তি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সেসব স্থান/ জিনিসে ডেঙ্গুর লার্ভা জন্মাতে পারে সেই সব জিনিস নষ্ট করে দেয়া হয়। সেই সাথে জনসচেতনতাও বৃদ্ধি করা হয়। ভিবিডির একজন ভলান্টিয়ার নুরেন নাহিয়ান খুশবু বলেন, ‘বাংলাদেশে বর্তমানে অনেক মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। তাই করোনা পরিস্থিতির পাশাপাশি ডেঙ্গুকে নতুন এক মহামারী হিসেবে জায়গা করে নেয়ার আগেই সচেতনতা বাড়িয়ে তার প্রতিকার করাই ছিল এই প্রজেক্ট এর মূল লক্ষ্য।’ এলাকাবাসী বলেন, ’বৃষ্টি হবার পর মশা অনেক বেড়ে গিয়েছে। এখানকার অনেকেই এখনও সচেতন নয়। আশা করছি আপনাদের কাজের মাধ্যমে তারা অনেক কিছু জানতে পেরেছে’। পরিচ্ছন্ন অভিযানের অর্ন্তভুক্ত এলাকাবাসী প্রতিজ্ঞাবদ্ধ হন তারা তাদের চারিপাশ পরিচ্ছন্ন রাখবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT