3:08 pm , September 1, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছে উত্তর জেলা বিএনপি। মঙ্গলবার ১ সেপ্টম্বর বিকেলে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উত্তর জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান এই ফ্যাসিস্ট সরকার সহজেই এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে না। এসরকার একটি মামলা ও জনগনের বন্ধু প্রশাসনকে হাতিয়ার বানিয়ে মসনদ দখল করে আছে তাই দেশের মানুষের শান্তি ও ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজ পথে থেকে আন্দোলন জোড়দার করার আহবান জানান। এসময় আরো বক্তব্য রাখেন মুলাদী উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম দিপু, এ্যাড. নজরুল ইসলাম, বরিশাল জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি এ্যাড. তারেক আল-ইমরান, সাইফুল ইসলাম সুজন, জাবের আব্দুল্লাহ সাদি, রোকন মাহমুদ, সোহানুর রহমান সোহান, আশিক মাহমুদ প্রমুখ। পরে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এর পূর্বে বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক আল-ইমরানের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যলয়ে উত্তর জেলা বিএনপির কর্মসূচিতে অংশ গ্রহন করে।