বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল ঃ প্রশাসনের সহযোগীতার দাবী বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল ঃ প্রশাসনের সহযোগীতার দাবী - ajkerparibartan.com
বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল ঃ প্রশাসনের সহযোগীতার দাবী

3:39 pm , August 31, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলদারা প্রভাবশালী হওয়ায় ওই জমিতে পাকা স্থাপনা নির্মাণ করে করছেন বসবাসও। দীর্ঘ বছর ধরে এ অবস্থা চলে আসলেও প্রশাসনিক কিংবা আইনী কোন সহযোগীতা পাননি তারা। এমনকি প্রভাবশালী ওই দখলদারদের ভয়ে কোন মহলই মুক্তিযোদ্ধা পরিবারটির পাশে এসে দাড়ায়নি। যে কারণে অবৈধ ভাবে দখল করেও বৈধ মালিক রুপে বীরদর্পে বসবাস সহ ওই জমি ভোগ দখল করছে তারা। এমনকি জমির বিষয়ে কথা বলতে গেলেও নানা ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে। অথচ বৈধ মালিক হিসাবে প্রতি বছর সরকারকে জমির খাজনাসহ যাবতীয় অর্থ প্রদান করছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। বীর মুক্তিযোদ্ধা মুন্সি আমজাদ আলী’র ছেলে নগরীর ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ১৯৬৭ সালে নিলামের মাধ্যমে নগরীর নাজির মহল্লার খোয়ারের রাস্তা সংলগ্ন এলাকায় বগুড়া আলেকান্দা মৌজার জে,এল নং ৫০, খতিয়ান নং ৩০১৬, ২১২৫, ৯০২, ৯০৩, ২৩৩৪, বর্তমান দাগ নং ৩০৬৮, ৩০৬৯, ৩০৭০, ৩০৭১, ৩০৭৪, বি.এস খতিয়ান নং ৪৭৭৭, ডি.পি ৬৭৯, খতিয়ান নং ৪৫৫৫ এর আমরা ১০ শতাংশ জমি ক্রয় করি। ১৯৭১ সালে আদালতের মাধ্যমে ক্রয়কৃত জমি আমাদের বুঝিয়ে দেয়া হয়। কিন্তু জমির সমস্ত বৈধ কাগজপত্র না করে ভোগ দখলে যাইনি আমরা। তৎকালীন সময়ে কাগজপত্র তৈরী সময় সাপেক্ষ হওয়ায় সেই সুযোগে মৃত আইউব আলীর ছেলে ইলিয়াস সিকদার, খোরশেদ আলম, বাবুল আকতার, জামসেদ আলম এবং মেয়ে সোনিয়া রহমান, ও নাজমা জাহান আদালতের নির্দেশ উপেক্ষা করে অবৈধভাবে প্রভাব খাটিয়ে জমি দখলে নেয়। এলাকায় সামাজিক অবস্থানগত কারনে এ বিষয়ে মামলা বা বিরোধে জড়াইনি আমরা। তবে এ ব্যাপারে বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সমাধান বা সহযোগীতা পাইনি। তিনি বলেন জমির বিষয়ে কথা বলতে গেলেই তাদের উদ্ব্যতপূর্ন আচারনের শিকার হতে হয় আমাদের। তাই তিনি ভুমিদস্যুদের কবল থেকে জমি দখল মুক্ত করতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ প্রশাসনের সহযোগীতা চেয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT