আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে উত্যক্তকারী বখাটে গ্রেফতার আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে উত্যক্তকারী বখাটে গ্রেফতার - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে উত্যক্তকারী বখাটে গ্রেফতার

2:31 pm , August 27, 2020

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের প্রবাসী এক ব্যক্তির স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল একই এলাকার জইনদ্দিন ফকিরের বখাটে ছেলে ইমরান ফকির। যৌন হয়রানির কারনে ওই স্কুল ছাত্রীর লেখা-পড়া এক প্রকার বন্ধের পথে। ইমরানকে যৌন হয়রানি থেকে বিরত থাকার জন্য তার পরিবারের কাছে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। এতে তার যৌন হয়রানির মাত্রা আরও বেড়ে যায়। এঘটনায় আজ (২৭ই) আগস্ট বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীর মা শিউলী বেগম বাদী হয়ে থানায় যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন। এর পরই ওসি আফজালের নির্দেশে এসআই শাহাবুদ্দিন বখাটে ইমরান ফকিরকে গ্রেফতার করেন। গ্রেফতার করার পরপরই তাকে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT