2:26 pm , August 27, 2020
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ উপজেলার মেদিরাবাদ-তারাবুনিয়া গ্রামে বুধবার গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে বাবা ও দুই পুত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৫/৬ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত সিঁদ কেটে আব্দুল হাই হাওলাদারের ঘরে ঢুকে বড় ছেলে হাসিবকে (৩০) ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার ডাক চিৎকারে প্রথমে ছোট ভাই ছাইফ (১৯) ও পরে বাবা আব্দুল হাই (৬৫) এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের আশঙ্কা জনক অবস্থায় ভোর রাতে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি কর করা হয়। আহত আব্দুল হাই হাওলাদারে কন্যা রুমা আক্তার জানান, হামলা কারীরা আমার বড় ভাই হাসিবকে হত্যার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে বেধড়ক মারপিট করে। তার অবস্থা অশঙ্কাজনক শরীরের বিভিন্ন জায়গায় ৭২ টি সেলাইয় এবং পিতা আব্দুল হাইয়ের শরীরে ৩৬ টি সেলাই দেয়া হয়েছে। ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আ. মান্নান শাকিল জানান, জানান আহত হাসিবের মাথায় ও চোখের ওপরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, এছাড়া তার বাবা আব্দুল হাই হাওলাদার এর মাথায় ও চোখের ওপরে, ছায়েদ এর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলা প্রস্ততি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।