বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে প্রধানমন্ত্রী – এমপি পংকজ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে প্রধানমন্ত্রী - এমপি পংকজ - ajkerparibartan.com
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে প্রধানমন্ত্রী – এমপি পংকজ

2:25 pm , August 27, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কালীগঞ্জ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বক্তব্যে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তÍ মানুষের পাশে আছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন বিপর্যয়ে ধৈর্যের সাথে মোকাবিলা করতে হবে। এসময় সাংসদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। আজ (২৭ই) আগস্ট বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, চানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, উলানিয়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT