2:24 pm , August 27, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে গাঁজার গাছসহ মো. রফিক হাওলাদার নামে একজনকে আটক করছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম গ্রাম থেকে তাকে আটক করা হয়। রফিক হাওলাদার বালিগ্রাম গ্রামের মৃত মো. জয়নাল হাওলাদারে ছেলে। পুলিশ জানিয়েছে, রফিক হাওলাদার তার নিজ বাড়ির আঙিনায় সবজির বাগানের মধ্যে গোপনে গাঁজার চাষ করে আসছে- এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, রফিক হাওলাদার একজন মাদক সেবক; তিনি বিক্রয় ও সেবনের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে সবজির বাগানের সঙ্গে গাঁজার চাষ করেন। গাঁজার গাছসহ তাকে আটকের পর মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।