বহুতল ভবনে গাড়ী পার্কিং নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের অভিযান বহুতল ভবনে গাড়ী পার্কিং নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের অভিযান - ajkerparibartan.com
বহুতল ভবনে গাড়ী পার্কিং নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের অভিযান

2:24 pm , August 27, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে যানজট নিরসনে বহুতল ভবনে গাড়ীপার্কিং নিশ্চিত করতে ডিসি (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর সদর রোড, বিবিরপুকুর পাড়, গীর্জা মহল্লা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, সদর রোড ব্যস্ততম এলাকার সড়কের পাশে যানবাহন পার্কিংয়ের কারনে যানজটের সৃস্টি হয়। এ কারনে যে সকল ভবনে গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সে সকল ভবনে গাড়ী পার্কিং করতে হবে। এছাড়াও ফুটপাথে কোন প্রকার দোকান বসতে দেয়া হবেনা। এ সময় তিনি কমার্শিয়াল এলাকায় যে সকল ভবনে গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা আছে, সে সকল ভবনে গাড়ীপার্কিং নিশ্চিত করতে ভবনের মালিকদের অনুরোধ জানান। আরও উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার দক্ষিন মোঃ মাসুদ রানা,টি আই আঃ রহিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT