2:23 pm , August 27, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদার দাবীতে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে বাস কাউন্টারের ইনচার্জের মামলায় জেলে গেছে সদর উপজেলার কাশিপুর ইউপি চেয়ারম্যান শ্রমিক নেতা কামাল হোসেন লিটন মোল্লা। বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মারুফ আহম্মেদ তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে মামলার আসামী হিসেবে আত্মসমর্পন করে জামিন আবেদন করে লিটন মোল্লা। সে বরিশাল জেলা টেম্পু মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর হুমায়ন কবির। মামলা সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার থেকে চাঁদা দাবি ও উত্তোলন করে। গোল্ডেন লাইন পরিবহনের বাসের নথুল্লাবাদ টার্মিনালের কাউন্টার থেকে চাঁদা দিতে ব্যর্থ হয়। এর জেরে গত ২২ জুলাই রাতে গোল্ডেন লাইন কাউন্টার থেকে ইনচার্জ শহীদুল ইসলাম বের হয়ে বাসায় যাবার পথে লিটন মোল্লার নির্দেশে তার অনুসারীরা চাঁদার টাকা দাবী করে মারধর করে। এ সময় ইনচার্জের সাথে থাকা ২ লক্ষ ৪৩ হাজার ৯শত টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় লিটন মোল্লাকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি চাঁদাবাজি মামলা করে ইনচার্জ। এর আগে এই মামলায় দুই আসামি ইউনুস ও সুজনকে পুলিশ গ্রেপ্তার করে। মামলার আসামী হিসেবে লিটন মোল্লা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবেদন না মঞ্জুর করে জেলে পাঠিয়েছেন।