2:52 pm , August 26, 2020
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুকে হত্যা করা যায় কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধু আজীবন বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। পৃথিবীজুড়ে বঙ্গবন্ধু একজন বিশ্বমানব হিসেবে বিখ্যাত। আজীবন তিনি ঠিক এমনই থাকবেন। অন্যায়ের সঙ্গে তিনি কখনও আপস করেননি। কখনও মাথা নত করেননি। গত বুধবার বঙ্গবন্ধু পরিষদ ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্দ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদ ভান্ডারিয়া উপজেলা শাখা অফিসে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডা খান এনায়েত করিমের সভাপত্বি বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক আবুবক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, বঙ্গবন্ধু পরিষদের সমর্থক আতাউর রহমান মঞ্জু হাওলাদার, হাদিসুর রহমান, খালেক মাতুব্বর, মুক্তিযোদ্ধা ফিরোজ খান, শিক্ষক সঞ্জিব কুমার মজুমদার, মাইদুল ইসলাম, ওয়ালীদ খান প্রমূখ্য।