2:46 pm , August 26, 2020
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় মা’য়ের বিষ পান করার পরে ছেলে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। মা ও ছেলেকে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শান্তি রঞ্জন বেপারীর স্ত্রী রেখা বেপারী (৫০)র সাথে তার ছেলে ডালিম বেপারী (২৪) পারিবারিক সমস্যা নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ছেলে মা’ রেখাকে গালমন্দ করায় ছেলে ডালিমের উপর অভিমান করে মা রেখা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। মা’য়ের বিষপানের করার কথা শুনে ছেলে ডালিম বেপারীও মা’য়ের উপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় বাড়ির লোকজন মা রেখা ও ছেলে ডালিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাদের ওই দিন বিকেলেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।