2:46 pm , August 26, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বৈরি আবহাওয়ার কারণে আভ্যন্তরীন নৌ-রুটের সবধরণের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে এ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারি পরিচালক মোঃ শহিদুল ইসলাম। তিনি জানান, বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরি আবহাওয়াও বিরাজ করছে। তাই কর্তৃপক্ষে নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ লঞ্চ চলাচল বন্ধ থাকবে। অপরদিকে গতরাত ও সকাল থেকে প্রচন্ড গতিবেগে ঝড় দমকা বাতাসের পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে।