গাঁজাসহ আটক ১ গাঁজাসহ আটক ১ - ajkerparibartan.com
গাঁজাসহ আটক ১

3:22 pm , August 25, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে আটক গাঁজা বিক্রেতা হলো- মুনাজ হাওলাদার (২৩)। সে চর আইচা এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। র‌্যাব জানিয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন অগ্রযাত্রা মাকের্টের সামনে গাঁজা ক্রয় বিক্রয় হয়। এমন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে মুনাজকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT