2:26 pm , August 24, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ সেতুর উপর থেকে কীর্তন খোলা নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কলেজ ছাত্রী স্বর্ণা আক্তার মীম (১৬)। মিম পিরোজপুর জেলার স্বরুপকাঠীর সুটিয়াকাঠি গ্রামের কাঠ ব্যবসায়ী আ. মালেকের কন্যা ও স্বরূপকাঠীর ফজিলা রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজ ছাত্রীর বোন ইভা জানান, সোমবার সকাল ১০টার দিকে সে নিজ বাড়ি থেকে বের হয়। পরে প্রেমঘটিত কারণে প্রেমিকের সাথে অভিমান করে দুপুর সোয়া ২টার দিকে আত্মহত্যার চেষ্টায় সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেয়। কিশোরীকে উদ্ধারকারী আজিজ খলিফা জানান, বেলা ২ টার দিকে সেতুর নিচে মাছ শিকার করছিলেন তিনি। এ সময় সেতুর উপর থেকে বোরকা পরিহিত ওই শিক্ষার্থী নদীতে ঝাপ দেয়। নদীর তীব্র স্রোতে ভেসে যাওয়া অবস্থায় তিনি মেয়েটিকে উদ্ধার করেন। পরে নদী তীরবর্তী গাজী বাড়িতে নিয়ে যান। সেখানকার বাসিন্দারা ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবার ও থানায় খবর দেন। পরে পুলিশ ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে।
গাজী বাড়ির বাসিন্দা মোঃ সুমন জানান, প্রাথমিক চিকিৎসার পরে জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী জানিয়েছে, সে তার প্রেমিককে নিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে ঘুরতে আসেন। দীর্ঘদিনের প্রেমিক তার সঙ্গে সম্পর্ক রাখতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা করে শিক্ষার্থী মীম। তবে মেয়েটি নদীতে ঝাঁপিয়ে পড়ার সাথে সাথেই ছেলেটি পালিয়ে যায় বলে জানিয়েছেন সুমন। কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কোনো কারণে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছিল। বর্তমানে মেয়েটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।