সুরক্ষা সামগ্রী বিতরণ সুরক্ষা সামগ্রী বিতরণ - ajkerparibartan.com
সুরক্ষা সামগ্রী বিতরণ

2:25 pm , August 24, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বৈশ্বিক মহামারী করোনা যুদ্ধের ফ্রন্ট লাইনের চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশন। বরিশালের ৯০ জন ফ্রন্ট লাইনারের মাঝে পিপিই, মাস্ক, গ্লাভস ও হ্যান্ড স্যানিটাজার বিতরণ করা হয়। সোমবার নগরীর বাংলাবাজার রোডস্থ ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের বরিশাল অঞ্চলিক ম্যানেজার স্বপণ মন্ডল, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান ও ওয়ার্ল্ড ভিশনের স্পন্সারশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা চার্চিল দাস।
এর আগে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে নগরীর ৮ ওয়ার্ডের ৪৬৪ হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ ইমারজেন্সী রেসপন্স প্রকল্পের আওতায় চলমান করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে এই অর্থ প্রদান করা হয়। এছাড়া করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ৮ম’ শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও ৫৫০ হতদরিদ্রদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT