ববি কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম উদ্ধোধন ববি কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম উদ্ধোধন - ajkerparibartan.com
ববি কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম উদ্ধোধন

3:43 pm , August 22, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম শুক্রবার বাদ আছর নামাজ আদায় করার মাধ্যমে উদ্ধোধন করা হয়েছে। মসজিদের উদ্ধোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্বাবদ্যালয়ের ডিন,রেজিস্ট্রাট,প্রক্টর,শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক,দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারী,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় মুসল্লী সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং মসজিদ নির্মান প্রস্তুতকারী ঠিকাদার। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও তার দীর্ঘয়ূ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আধুনিক স্থাপত্য শৈলির দৃষ্টিনন্দন কারুকার্য খচিত তিনতলা বিশিষ্ট এ মসজিদটিতে এক সাথে ২শত ৫০ জন মুসুল্লী একসাথে জামায়াতের সাথে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির কাজ সম্পূর্ণ করতে নির্মান ব্যায় হয়েছে প্রায় ৭ কোটি টাকা। ২০১৮ সালে জানুয়ারী মাসে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ নির্মান কাজ শুরু হয়েছিল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT