বিবির পুকুরের মাছের মড়ক বিবির পুকুরের মাছের মড়ক - ajkerparibartan.com
বিবির পুকুরের মাছের মড়ক

3:41 pm , August 22, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ হঠাৎ মাছ মরে ভেষে উঠেছে নগরীর ঐতিহ্যবাহী বিবির পুকুরের। অমাবশ্যা জো’র কারনে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি এবং উজানের পানির ঢলের চাপে কীর্তনখোলা নদীর পানি বেড়ে নগরীর বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে। সেই সাথে প্লাবিত হয়েছে বিবির পুকুরও। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর থেকে অজ্ঞাত কারণে পুকুরের শত শত মাছ মরে ভেষে উঠেছে। কেউ কেউ ধারনা করছে পুকুরে বিশক্ত কোন পানি এসে এমনটা হয়েছে। তবে এই নিয়ে মাথা ব্যাথা নেই বরিশাল সিটি কর্পোরেশনের।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। পুকুরটি কাকে লিজ দেয়া হয়েছে তাও জানা নেই। এ বিষয়ে বিসিসির প্রধান নির্বাহী কর্মকতার মো: ইসরাইল হোসেনের সাথে বার বার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT