দ্বিমুখী সংকটে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল দ্বিমুখী সংকটে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল - ajkerparibartan.com
দ্বিমুখী সংকটে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল

3:14 pm , August 17, 2020

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি যেকোন সময় ঘোষণা হতে পারে। ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে যারা স্থান পেতে যাচ্ছেন, তাদের মধ্যে বেশ কয়েকটি নাম প্রকাশ্যে আলোচনায় আসতে শুরু করেছে। প্রায় চূড়ান্ত কমিটি নিয়ে আলোচনার পাশাপাশি হরদম শুরু হয়েছে তর্ক-বিতর্ক। এই ছাত্র সংগঠনটির গঠন প্রক্রিয়ায় বিধিবিধান উপেক্ষা করে অযোগ্যদের পদে রাখার পাঁয়তারার অভিযোগ তুলে চলছে কানাঘুষা। কমিটি গঠনের ক্ষেত্রে যদি গঠনতন্ত্রের তোয়াক্কা না করা হয়, তাহলে সেই কমিটির নেতৃত্বে সুফলের বিপরীতে সর্বনাশ ডেকে আনবে-এমন দাবি উঠে এসেছে। সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অগোছালো বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলকে অতীতের চেয়ে আরও বেশী গতিশীল করার তৎপরতা চলে আসছিল প্রায় দেড় যুগ ধরে। এই ক্রান্তিকাল সামাল দিতে কেন্দ্রের নির্দেশে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয় বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুকে। দায়িত্ব পাওয়ার পর কাজ শুরু করলেও দ্বিমুখী সংকটের কারণে অন্ধকারেই থেকে যাচ্ছে উপজেলা ছাত্রদল। কান্ডারীবিহীন উপজেলা ছাত্রদলের কর্মতৎপরতা বার বার নানা প্রতিকুল পরিস্থিতি এবং বাধা বিপত্তিতে অনিচ্ছয়তার জালে আটকে পরে। দলের তৃণমূল নেতাকর্মীদের দাবি, এমন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় দক্ষ নেতৃত্বের হাতে সংগঠন পরিচালনার দায়িত্ব দিতে না পারলে অস্তিত্ব হারানোর সম্ভবনা দেখা দিতে পারে। এ ব্যাপারে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু বলেন, ‘কমিটি গঠন কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে। শিঘ্রই বৈঠকে বিষয়টি চূড়ান্ত করে কেন্দ্রের কাছে তালিকা জমা দেয়া হবে। তারা আপত্তি না করলে ওই দিনই কমিটি ঘোষণা হতে পারে। আর না হলে পরে ঘোষণা হবে। তিনি বলেন, ‘কমিটিতে বিবাহিত এবং অ-ছাত্রদের আসার কোন সুযোগ নেই। এ জন্য ইতিপূর্বে আমরা গোপনে বিষয়টি তদন্ত করে দেখেছি। অবশ্য বয়সের বিষয়ে কিছুটা ছাড় দেয়া হয়েছে এমন দাবি জানিয়ে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম মিঠু আরো বলেন, ‘যারা এসএসসি ২০০৩ সালের ব্যাচ অথচ অথচ পাস করেছেন ২০০৫ সালে তাদের ক্ষেত্রে ছাড় দেয়া হবে। কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি এই ছাত্র নেতার। বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আরিফুর রহমান শিমুল সিকদার বলেন, ছাত্র দলের আহবায়ক কমিটি গঠন নিয়ে বাবুগঞ্জে কোন কোন্দল বা গ্রুপিং নেই। সব নেতাদের মতামত ও সিদ্ধান্ত নিয়েই জেলা কমিটির কাছে তালিকা পাঠানোর প্রস্তুতি চলছে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT