4:02 pm , August 11, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নবগ্রাম রোডে অবৈধ ভাবে দখল করে খান বাহিনীর দোকানপাট নির্মান বন্ধের নির্দেশ দিয়েছে বরিশাল সিটি করপোরেশন। তবে দু-দুইবার নোটিশ দেয়ার পরও নির্মান কাজ বন্ধ করেনি খান বাহিনী। উল্টো সিটি করপোরেশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় ভুক্তভোগী মৃত সেকান্দার আলী খানের পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে মোয়াজ্জেম হোসেন ও তার পক্ষের লোকজন। জানা গেছে গত ১৭ জুলাই নগরীর নবগ্রাম রোডের জিয়া সড়কে মৃত সেকান্দার আলী খানের সুইডেন প্রবাসী মেয়ে সুরাইয়া আক্তার জোছনার সম্পত্তিত্তে নির্মিত দোকান ভাংচুর ও লুটপাট করে দখল করে মোয়াজ্জেম হোসেন খান ও আমিনুল ইসলাম আফজাল খান পক্ষ। এর প্রতিবাদে গত ২৭ জুলাই নগরীর অশি^নী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী। কিন্তু কোন কিছু পরোয়া না করে অবৈধ ভাবে দখল করা ওই জমিতে দোকান নির্মান কাজ শুরু করে খান বাহিনী। একে একে ৬ টি দোকান নির্মান করে তারা। শেষ পর্যন্ত বিষয়টি সিটি করপোরেশনের নজরে আসলে সংশ্লিষ্ট শাখা থেকে তদন্ত করতে একটি তদন্ত টিম সরেজমিন পরিদর্শন করে। তদন্ত শেষে গত ২৮ জুলাই নির্মান কাজ বন্ধ রেখে করপোরেশনের অনুমোদিত প্লান দাখিলের নির্দেশ দিয়ে চিঠি ইস্যু করে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। মোয়াজ্জেম হোসেন পক্ষের কাছে প্রেরিত চিঠিতে বলা হয় ২২ নং ওয়ার্ডে আপনারা যে স্টল নির্মান কাজ করছেন তদন্তকালীন সময়ে তার বৈধ অনুমোদিত প্লান পাওয়া যায়নি। যা সিটি করপোরেশেন আইন বহিঃর্র্ভূত এবং অপরাধমূলক কাজ। তাই নোটিশ প্রাপ্তির সাথে সাথে নির্মান কাজ বন্ধ রেখে আগামী ৭ কার্য দিবসের মধ্যে সিটি করপোরেশনে অনুমোদিত প্লান দাখিলের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু ওই নোটিশ প্রাপ্তির পর কাজ বন্ধ না করে তা অব্যাহত রাখে এমনকি ৭ কার্য দিবস অতিবাহিত হলেও বৈধ প্লান জমা দেয়নি মোয়াজ্জেম হোসেন খান ও আমিনুল ইসলাম আফজাল খান পক্ষ। যে কারনে গত ১০ আগস্ট দ্বিতীয় নোটিশ ইস্যু করেছে সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা। নোটিশে আবারো কাজ বন্ধ রেখে ৩ কার্য দিবসের মধ্যে অনুমাদিত প্লান দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।