বাবুগঞ্জে বাধ ভেঙে নদীর পানি লোকালয়ে অর্ধলক্ষাধিক মানুষ পানি বন্দি বাবুগঞ্জে বাধ ভেঙে নদীর পানি লোকালয়ে অর্ধলক্ষাধিক মানুষ পানি বন্দি - ajkerparibartan.com
বাবুগঞ্জে বাধ ভেঙে নদীর পানি লোকালয়ে অর্ধলক্ষাধিক মানুষ পানি বন্দি

3:46 pm , August 6, 2020

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ সন্ধ্যা,সুগন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর পানি বৃদ্ধিতে ২৪ ঘন্টায় বাবুগঞ্জ উপজেলায় বন্যার পরিস্থিতি চরম অবনতি হয়েছে। নদী বেষ্ঠিত এ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের চরাঞ্চাল এলাকায় বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। তিনটি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ৫০হাজার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে। এদিকে বুধবার ও বৃহম্পতিবার দুই দফায় মীরগঞ্জ ফেরিঘাট রক্ষা বাধের ৪০মিটার ধসে গেছে। এতে লোকালয় পানি ঢুকেছে। খবর পেয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ ধসে যাওয়া স্থান পরির্দশন করে দ্রত ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিয়েছে। এর আগে ওই ফেরিঘাটি সংলগ্ন রহমতপুর –চাঁদপাশা সংযোগ সড়ক রক্ষার্থে ৩০মিটার এলাকা জুড়ে বালুভর্তি জিও ব্যাগ দিয়ে মেরামত করা হয়েছিল। দুই দিনে টানা ভারি বর্ষন ও আড়িয়াল খা নদীর প্রবল ¯্রােতে বাধটির মেরামতকৃত অংশ দুর্বল হয়ে ফের ভেঙে যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT