ছুটির দিনেও সংগ্রহ করা হবে করোনার নমুনা ॥ দেয়া হবে পরীক্ষার রিপোর্ট ছুটির দিনেও সংগ্রহ করা হবে করোনার নমুনা ॥ দেয়া হবে পরীক্ষার রিপোর্ট - ajkerparibartan.com
ছুটির দিনেও সংগ্রহ করা হবে করোনার নমুনা ॥ দেয়া হবে পরীক্ষার রিপোর্ট

3:31 pm , August 6, 2020

হেলাল উদ্দিন ॥ সাপ্তাহিকসহ সরকারী যে কোন ছুটির দিনেও শেবাচিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দেয়া যাবে। একই সাথে পরীক্ষার রিপোর্ট প্রদানসহ আনুসঙ্গিক সকল কাজও চলবে স্বাভাবিক দিনের মত। ফলে ব্যস্ততার কিংবা ভীড় আতংকে নমুনা দিতে ব্যর্থরা ছুটির দিনে নমুনা দিতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালসহ সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটির দিনেও খোলা থাকবে করোনা পরীক্ষা বা নমুনা সংগ্রহ বিভাগ। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার থেকেই এ নির্দেশনা বাস্তবায়ন শুরু হবে। বরিশাল স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩০ জুলাই স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা ১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করে একটি চিঠি ইস্যু করা হয়। শাখাটির উপ সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে বর্তমান কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনা করে সরকারি যে কোন ছুটি এবং সাপ্তাহিক বন্ধের দিনে কোভিড ১৯ পরীক্ষার জন্য দেশের সকল পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। এ নির্দেশনার বাস্তবায়ন সম্পর্কে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন বলেন, নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। ঈদের ছুটিতেও নমুনা পরীক্ষার কার্যক্রম অব্যাহত ছিল। নির্দেশনার পর আজ প্রথম শুক্রবার। আশা করছি কালও এ কার্যক্রম চলবে। একই কথা জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বিভাগের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। সকল হাসপাতাল কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রস্তুত রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT