মেঘনা নদীতে তিনটি ট্রলার ডুবি মেঘনা নদীতে তিনটি ট্রলার ডুবি - ajkerparibartan.com
মেঘনা নদীতে তিনটি ট্রলার ডুবি

3:37 pm , August 5, 2020

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় উত্তাল মেঘনা নদীতে ঢেউয়ের আঘাতে ৩টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘটনার পর কোস্টগার্ড অভিযান চালিয়ে ১টি ট্রলারসহ একজনকে জীবিত উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরের পর থেকেই ট্রলারগুলো বৈরি আবহাওয়ার ফলে ভোলার দৌলতখান উপজেলার সংলগ্ন মেঘনায় একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে ভোলার কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি সনাক্ত করে এবং একজন জেলেকে উদ্ধার করে। এসময় একটি ট্রলার সনাক্ত করে। পরে ট্রলারটি টেনে নদীর কিনারে নিয়ে আসে। এছাড়া চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরীর সাগড় মোনায় একটি বড় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা উদ্ধার করার জন্য ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়ে গেছে। শেষ খবর জানা পর্যন্ত রাত ৯টায় উদ্ধার অভিযান চলছে বলে কোস্টগার্ড সুত্র জানাগেছে। এছাড়া মনপুরা মেঘনায় আরো একটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT