আমতলীতে কোরবানির পশুর হাট বিষয়ক সভা আমতলীতে কোরবানির পশুর হাট বিষয়ক সভা - ajkerparibartan.com
আমতলীতে কোরবানির পশুর হাট বিষয়ক সভা

3:05 pm , July 21, 2020

আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলীতে কোরবানি ঈদকে সামনে রেখে মঙ্গলবার সকালে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে স্বাস্থ্য বিধি মেনে পশুর হাট বসানোর লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় অংশগ্রহন করেন , আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান, নৌবাহিনীর লে: কর্নেল মো.মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা ,আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া, মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মো. আখতারুজ্জামান খান বাদল, মো. শহিদুল ইসলাম মৃধা মো. হারুন অর রশিদ .আমতলী থানার এস আই মো. মহিউদ্দিন আহমেদসহ.সমাজ সেবক মো. হাসান মৃধাসহ সরকারী কর্মকর্তা ও হাট সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন সভায় বলেন , করোনা মহামারীর এ দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট স্থানে পশুর হাট বসাতে হবে। মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, কোরবানির পশুর হাটে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে প্রবেশ ও বের হওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করার পাশাপাশি পশু কেনাবেচার সময়ও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি কঠোরভাবে মেনে চলতে হবে। প্রতিটি পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাকে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে , জীবাণুনাশক স্প্রে করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT