আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা - ajkerparibartan.com
আমতলীতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

2:59 pm , July 21, 2020

আমতলী প্রতিবেদক ॥ বরগুনার আমতলীতে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া পৌরসভার ২.৩.৮ নং ওয়ার্ডের ৫০০ জন কর্মহীন পেল মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তার চাল ও নগদ টাকা। মঙ্গলবার দুপুর ১২টায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমতলী পৌরসভা কার্যালয়ে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও আলোকিত আমতলী পৌরসভার জননন্দিত মেয়র মোঃ মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন , প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর প্রশাসনিক কর্মকর্তা মো. মামুন, কাউন্সিলরগন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমাজসেবক হাসান মৃধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, মহামারী করোনাভাইরাসের কারনে পৌরসভা এরিয়ায় মধ্যে ২.৩.৮ নং ওয়ার্ডের ৫০০ জন কর্মহীনকে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন,পৌর শহরের কোন কর্মহীন মানুষ না খেয়ে থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। দিন রাত তাদেও জন্য কাজ কওে যাচ্ছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT