ভোলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেরলাখ গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন ভোলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেরলাখ গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন - ajkerparibartan.com
ভোলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেরলাখ গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন

2:28 pm , July 16, 2020

ভোলা প্রতিবেদক ॥ ‘মুজিব বর্ষের আহব্বান,লাগাই গাছ বাড়াই বন’এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে এক কোটি চার রোপ কর্মসূচী অংশ হিসাবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উপকূলীয় বন বিভাগ এর আয়োজনে,জেলা প্রশাসন এর সহযোগীতায় আজ ভোলা সদর উপজেলা মিলনায়তন প্রঙ্গনে কাছের চারা বিতরন ও রোপনের মধ্যে দিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। পরে উপজেলা প্রাঙ্গনে গাছের চারা রোপন করা শেষে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান প্রমুখ। কর্মসূচীর আওতায় ভোলা জেলায় ১ লাখ ৪২ হাজার ২শত ৭৫ টি বনজ,ফলদ,ও ঔষধি বৃক্ষের চারা রোপন করার কর্মসুচী গ্রহন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT