আমতলীতে ৮২৮ জন কর্মহীনকে পেল প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা আমতলীতে ৮২৮ জন কর্মহীনকে পেল প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা - ajkerparibartan.com
আমতলীতে ৮২৮ জন কর্মহীনকে পেল প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা

2:22 pm , July 16, 2020

আমতলী প্রতিবেদক ॥ বরনার আমতলীতে মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া উপজেলার কুকুয়া ইউনিয়নের ৮২৮ জন কর্মহীন মানুষ পেল মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তার চাল ও সাবান। বৃহস্পতিবার দুপুরে কুকুয়া ইউনিয়নের কুকুয়া আর্দশ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, ট্যাগ অফিসার উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মহামারী করোনাভাইরাসের কারনে কুকুয়া ইউনিয়নের কর্মহীন ৮২৮ জনের মাঝে জনপ্রতি দশ কেজি করে চাল ও একটি কাপড় কাচার সাবান বিতরণ করা হয়েছে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT