দাদির পাশে শায়িত হলেন সাংবাদিক কন্যা উর্মি দাদির পাশে শায়িত হলেন সাংবাদিক কন্যা উর্মি - ajkerparibartan.com
দাদির পাশে শায়িত হলেন সাংবাদিক কন্যা উর্মি

2:12 pm , July 16, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক প্রবীন সাংবাদিক নুরুল আলম ফরিদ ও বিএম কলেজের সাবেক অধ্যাপক সুলতানা বেগম দম্পত্তির কন্যা ফারহানা সুলতানা উর্মীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় চৈতন্য স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে মুসলিম গোরস্থানে দাদির পাশে শার্য়িত করা হয়। জানাজা নামাজে জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান, কাউন্সিলর মীর জাহিদুল কবির, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টু, মুরাদ আহম্মেদ, স্বপন খন্দকার, কাজী মিরাজ, মহানগর বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, আওয়ামীলীগ নেতা শাহ জাহান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজা নামাজের পূর্বে উর্মীর স্বামী আবদুল্লাহ ভূঁইয়া আবেগঘন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন স্ত্রী হিসেবে উর্মী ছিলো একজন আদর্শ নারী। সার্বক্ষনিক স্বামী ও সংসারের অন্যান্যদের আগলে রাখতে তার প্রানান্তকর চেষ্টায় আমি মুগ্ধ ছিলাম। এই ধরনের নারী যে সংসারে থাকবে সেই সংসার সুখের হবে। তিনি সবার কাছে তার স্ত্রীর জন্য দোয়া কামনা করেন। এ সময় জানাজায় উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি। উল্লেখ্য বুধবার সন্ধ্যার দিকে উর্মীর বুকে ব্যথা অনুভব হলে প্রথমে রাহাত আনোয়ার হাসপাতাল ও পরে শেবাচিম হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উর্মি দীর্ঘ সময় ধরে ¯œায়ুবিক সমস্যায় ভুগছিলেন। এর আগে গত মে মাসে একই সমস্যা নিয়ে ঢাকার আজগর আলী মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর পর তাকে বরিশালে নিয়ে আসা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT