সরকারী বরিশাল কলেজ অশ্বিনী কুমারের নামকরনের পক্ষে-বিপক্ষে কর্মসুচী পালন সরকারী বরিশাল কলেজ অশ্বিনী কুমারের নামকরনের পক্ষে-বিপক্ষে কর্মসুচী পালন - ajkerparibartan.com
সরকারী বরিশাল কলেজ অশ্বিনী কুমারের নামকরনের পক্ষে-বিপক্ষে কর্মসুচী পালন

2:57 pm , July 12, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি বরিশাল কলেজের নামকরণ অশ্বিনী কুমার দত্তের নামে করার কার্যক্রম বন্ধের দাবীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রোববার সকালে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কাছে এই স্মারকলিপি দেয়া হয়। এছাড়াও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছেও স্মারকলিপি দিয়েছে তারা। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন ও সাইয়েদ আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান প্রমুখ। এদিকে বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে অশ্বিনী কুমার স্মৃতি সংসদ। এ সময় তারা বলেন, কলেজটি মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনে স্থাপিত। এছাড়া বরিশালের শিক্ষা প্রসারে তার অবদান অনেক। সংবাদ সম্মেলনে সংসদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি স্নেহাংশু বিশ্বাস । এ সময় তিনি বিভিন্ন তথ্যসূত্রের বরাত দিয়ে জানান, মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাড়িতে এই কলেজ প্রতিষ্ঠিত। ২০১২ সালে তৎকালিন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস সংসদে সরকারি বরিশাল কলেজকে “মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ” নামকরণের প্রস্তাব করেন। বরিশালের জেলা প্রশাসক গত ২৯ ফেব্রুয়ারী সরকারি বরিশাল কলেজকে “মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ” নামকরণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরন করেন। এরপর ২৯ জুন শিক্ষা মন্ত্রণালয় বরিশাল শিক্ষাবোর্ডকে সরকারি বরিশাল কলেজকে “মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ” নামকরণের যৌক্তিকতা উল্লেখ করে সুপারিশ পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র স্মৃতি রক্ষার্থে মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ তার জন্মলগ্ন থেকেই মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র বাসস্থানে প্রতিষ্ঠিত সরকারি বরিশাল কলেজের নামকরণ ‘সরকারি মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’ করা, কলেজের দৃশ্যমান স্থানে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র একটি প্রতিকৃতি স্থাপন করা, কলেজের মৃতপ্রায় পুকুরটি সংস্কারসহ মানুষের ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করা এবং মহাত্মা অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠিত সরকারি ব্রজমোহন কলেজের দৃশ্যমান স্থানে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র একটি প্রতিকৃতি (ম্যুরাল) স্থাপন করার দাবি জানিয়ে আসছে। সংবাদ সম্মেলনে বরিশাল সনাক সভাপতি শাহ সাজেদা, প্রবীন আইনজীবী এসএম ইকবাল সহ বরিশাল সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT