বাকেরগঞ্জে ২০ মামলার আসামি আরিফ আতংকে এলাকাবাসি বাকেরগঞ্জে ২০ মামলার আসামি আরিফ আতংকে এলাকাবাসি - ajkerparibartan.com
বাকেরগঞ্জে ২০ মামলার আসামি আরিফ আতংকে এলাকাবাসি

3:35 pm , July 11, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ আরিফ হোসেন খান। বাকেরগঞ্জের জনপদে এক আতংকের নামে পরিনত হয়েছে। আগ্নেয় অস্ত্রধারী অন্যতম শীর্ষ সন্ত্রাসী আরিফের ভয়ে পুরো বাকেরগঞ্জ ভীত। জনপ্রতিনিধি থেকে শুরু আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তার এমন সন্ত্রাসী কর্মকান্ডে অবগত ও অতিষ্ট। তার ভয়ে বেশীর ভাগ ভুক্তভোগী থানা পুলিশের আশ্রয়ে না গিয়ে থাকেন মুখ বুঝে। দুএকজন তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় গেলেও আগাম জামিন আদেশ যেন তার জন্য তৈরী থাকে। অদৃশ্য শক্তির ইশারায় বরাবরই পেয়ে থাকেন আগাম জামিন কিংবা পুলিশ গ্রেফতার করলেও দু চার দিনেই মিলে যায় জামিন। আর সন্ত্রাসী কমকান্ডের জন্য ভয়ংকর হয়ে উঠেছে আরিফ। তার এমন কর্মকান্ডে অতিষ্ট হয়ে চরাদী এলাকাবাসীর পক্ষে র‌্যাব ৮ এর অধিনায়কের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে বাকেরগঞ্জের ২ নং চরাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বাসিন্দা আরিফ হোসেন খান। তার বাবার নাম মোশারেফ হোসেন পান্নু খান। এলাকায় দখল ও সন্ত্রাসী কর্মকান্ড কায়েম করাই তার নেশা ও পেশা। আর এ কর্মকান্ডের জন্য রয়েছে তার বড় একটি সন্ত্রাসী বাহিনী। যে বাহিনীর সহায়তায় ওই এলাকার বহু নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের উপর অত্যাচার চালিয়ে ঘর তথা এলাকা ছাড়া করতে বাধ্য করেছেন। প্রকাশ্য দিবালোকে অবৈধ আগ্নেয় অস্ত্র উচিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি তার নিত্যনৈমেত্তিক বিষয়ে পরিনত হয়েছে। জানা গেছে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত বাকেরগঞ্জ থানায় ছিনতাই ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ অন্তত এক ডজন মামলা দায়ের করা হয়েছে। কিন্তুকোন মামলায় শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি তাকে। যে কারনে শুরু চরাদী নয় পুরো বাকেরগঞ্জ জুড়ে এখন সন্ত্রাসীদের গডফাদারের নাম আরিফ। চরাদী ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন,আমার জনগন তো আমি ভালই বলব। তবে এক কথায় তিনি (আরিফ) একজন খারাপ প্রকৃতির লোক। এর চেয়ে বেশী কিছু বলতে রাজি হননি তিনি। বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, একজন লোক ২০ টি মামলা থেকেও জামিনে থাকতে পারেন। তবে এতগুলো মামলাধারীরা কোন ভাবেই ভাল প্রকৃতির মানুষ হনন না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমানে আরিফের বিরুদ্ধে কোন মামলায় ওয়ারেন্ট আছে কিনা তা সঠিক ভাবে জানা নেই। জামিনে থাকলে স্বাভাবিক ভাবেই থানা ওই আসামীর বিরুদ্ধে থানা পুলিশের করনীয় কিছু থাকে না জানিয়ে তিনি বলেন আমরা কার বিরুদ্ধে সব সময়ই প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহন করেছি এবং তা অব্যাহত আছে। বরিশাল র‌্যাব ৮ এর মুখপাত্র (এসি) বলেন অভিযোগের আমলে নিয়ে অবশ্যই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে সব কিছু প্রক্রিয়াধীন রয়েছে। তারপরও ব্যক্তিগত ভাবে খবর নিয়ে বিষয়টি গুরুত্বসহকারে তড়িৎ ভাবে দেখেবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT