বাসদের ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন বাসদের ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন - ajkerparibartan.com
বাসদের ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন

2:34 pm , July 7, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বাসদের উদ্যোগে করোনা ডেডিকেটেড ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে অশ্বিনী কুমার হল চত্ত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাসদের জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন। এসময় উপস্থিত ছিলেন বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী। উদ্যোক্তারা জানান, করোনা আক্রান্ত বা করোনা লক্ষণযুক্ত রোগীরা জরুরী প্রয়োজনে চিকিৎসাসেবা নেয়ার জন্য বিনা মূল্যে এই এ্যাম্বুলেন্স সেবা পাবেন। সেবা পেতে এবং যে কোন প্রয়োজনে ০১৫৭২৩১৪০৮৫ এই হটলাইন নাম্বারটিতে যোগাযোগ করার অনুরোধ করেন নেতৃবৃন্দ। বাসদের সমস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, আমাদের সামর্থ্য ক্ষুদ্র হলেও মানুষের সহযোগিতা আর ভালবাসায় আমরা একের পর এক অসাধ্য সাধন করে যাচ্ছি। একদিকে আমরা এই করোনা দুর্যোগ মোকাবেলায় প্রশাসনকে পিসিআর ল্যাব বাড়ানো, করোনা টেস্টের ফি বাতিল করে টেস্টের সংখ্যা বাড়ানো, করোনা অ্যাম্বুলেন্স চালুসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দাবিতে ধারাবাহিক আন্দোলন করছি, অন্যদিকে করোনা আক্রান্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে রোগীদের জীবন রক্ষার্থে অক্সিজেন ব্যাংক চালু করেছি, লকডাউন পরিবারগুলোতে প্রতিদিনই খাদ্য, ঔষধ সরবরাহ করছি, চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।
ডা. মনীষা চক্রবর্ত্তী এই দায়িত্বগুলো আরও ভালভাবে পালন করার জন্য সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা ও সকলের পরামর্শ প্রত্যাশা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT