পিরোজপুরে একদিনে আক্রান্ত ৫০ পিরোজপুরে একদিনে আক্রান্ত ৫০ - ajkerparibartan.com
পিরোজপুরে একদিনে আক্রান্ত ৫০

3:33 pm , July 6, 2020

পিরোজপুর প্রতিবেদক ॥ একদিনে সর্বোচ্চ ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের মধ্য দিয়ে এ সংখ্যা তিনশ’র কাছাকাছি চলে এসছে। বর্তমানে এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৯৪ জনে। পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রোববার রাতে নতুনকরে ৫০ জন রোগী শনাক্ত হয়। এটিই এ জেলায় একদিনে শনাক্ত সর্বোচ্চ সংখ্যক রোগী। আক্রান্তদের ৭ জনের বাড়ি পিরোজপুর সদর, ২৭ জনের বাড়ি মঠবাড়িয়া, ৮জনের বাড়ি কাউখালী, ৫ জনের বাড়ি ভান্ডারিয়া এবং ৩ জনের বাড়ি নাজিরপুর উপজেলায়। এছাড়া মোট আক্রান্ত ২৯৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৫৫ জন, মঠবাড়িয়া উপজেলায় ৯৯ জন, কাউখালী উপজেলায় ২০ জন, নেছারাবাদ উপজেলায় ২২ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ১৯ জন রোগী রয়েছে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্য থেকে সুস্থ্য হয়েছেন ১৪২ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। রোববার পর্যন্ত পিরোজপুর থেকে মোট ২ হাজার ৬১৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে এখনও ৮১৯ জনের নমুনার প্রতিবেদন হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT