“ষ্টার অব কোভিট” এ্যাওয়ার্ড পেয়েছে বিএইচআরসির ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল “ষ্টার অব কোভিট” এ্যাওয়ার্ড পেয়েছে বিএইচআরসির ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল - ajkerparibartan.com
“ষ্টার অব কোভিট” এ্যাওয়ার্ড পেয়েছে বিএইচআরসির ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল

2:17 pm , July 4, 2020

গৌরনদী প্রতিবেদক ॥ লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডব্লিউএইচডি গ্লোবাল সোস্যাল ওয়ের ফেয়ার (হিউম্যান পিলার অব সোসাইটি) ক্যাটাগিরি “কোভিড তারকা” এ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষে ডেপুটি গভর্নর গৌরনদীর কৃতি সন্তন সৈয়দ আজমুল হক। মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় সৈয়দ আজমুল হক “কোভিট তারকা” এ্যাওয়ার্ড পান।
গত ২৮ জুন বেলা ২টায় (লন্ডন সময়) ডব্লিউএইচডি‘র গ্লোবাল সংস্থার নিজস্ব মিডিয়া চ্যানেলের লাইফ প্রোগ্রামে “কোভিট তারকা” পদক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. আব্দুল বাসিত সৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কসোভোর প্রাক্তন রাষ্ট্রপতি এইচই ফাতমির সেজদিও। বিশেষ অতিথি ছিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচই মাধব কুমার নেপাল, স্পেনের জাতীয় অধিবেশনের সভাপতি পেড্রো আই আলতামিরানো, ইউপিএফর সাধারণ সম্পাদক রবিন মার্শ । অনুষ্ঠানে বিশ্ব মানবতাবাদী ড্রাইভ চেয়ারম্যান ড. আব্দুল বাসিত সৈয়দ কর্তৃক রচিত ‘১০০ কভিড তারকা স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়। কোভিড তারকা ইভেন্টে বিশ্বের ৭টি মহাদেশ হতে ৩৫টি দেশের ১হাজার ৬শ জন মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেন। ডব্লিউএইচডি সংস্থাটি তাদের নিজস্ব টিম দ্বারা প্রতিটি দেশে মনোনয়ন প্রত্যাশী সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রাথমিকভাবে ৩৫টি দেশের ৫৫০ জন প্রতিযোগীর মধ্য থেকে একশ জনকে মনোনয়ন দেন। রাজনীতিবিদ, গণ মাধ্যম, প্রশাসনিক সেবা, উদ্ভাবন ও প্রযুক্তি, চিকিৎসা, সমাজকর্মী/ স্বেচ্ছাসেবী, ব্যবসায়, জননন্দিত ব্যক্তিত্ব/ শিক্ষা-গবেষণা, সমাজকল্যাণ সংস্থা ও পরিবেশ সংরক্ষণসহ ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কোভিড তারকা পদক দেয়া হয় । বাংলাদেশ মানবাধিকার কমিশন সংস্থার ডেপুটি গভর্নর সৈয়দ আজমুল হক ‘হিউম্যান পিলার অব সোসাইটি’ ক্যাটাগিরিতে আন্তর্জাতিক সম্মাননা “কোভিট তারকা” এ্যাওয়ার্ড পান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT