লঞ্চ ডুবিতে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন লঞ্চ ডুবিতে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন - ajkerparibartan.com
লঞ্চ ডুবিতে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন

2:34 pm , July 1, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকায় লঞ্চ ডুবিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শ্বাস্তি ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবিতে নগরীতে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখা এর আয়োজনে নগরীর বিআইডব্লিউটিএ এর লঞ্চ ঘাটের সামনে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগরের সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম। ইসা ছাত্র আন্দোলনের জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল বলেন, দেশে করোনা মহামারী আকার ধেরন করেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোন কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে পারেনি। এরই মাঝে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে ৩৩ জনের প্রানহানি দেশের জনগনকে হতবাক করে দিয়েছে। প্রকাশ্য দিবালকে এঘটনাকে কখনোই নিছক দূর্ঘটনা বলা যায় না। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। অবিলম্বে লঞ্চডুবির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শ্বাস্তির বাদী জানান তিনি। আরো বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ মুঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম, গাজী মুহাম্মাদ রেদোয়ান সহ নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT